'নিরঙ্কুশ' শব্দটি কীভাবে এসেছে

আমরা বলি নিরঙ্কুশ বিজয়। এই 'নিরঙ্কুশ' শব্দটি কীভাবে এসেছে?

কাঁশবন বা কাঁশ- এর বিস্তীর্ণ মাঠ। এমনটা দেখেছেন নিশ্চয়?  তো এই কাঁশ যখন ছোট্ট(অর্থাৎ যখন মাটি থেকে প্রায় কয়েক ইঞ্চি উচু থাকে) থাকে তখন এর আগা সূঁচালো হয়- কাঁশকে এই অবস্থায় অঙ্কুশ বলে।এবং এসময় কাঁশবনে( বা ক্ষেত যাই বলুন) খালি পায়ে হাঁটা অত্যন্ত কষ্টকর, পায়ে সূঁচ ফুটানোর মতো ব্যথা লাগে।অঙ্কুশের পূর্বে 'নির' ( না বা নাই অর্থে)উপসর্গ যুক্ত হয়ে নিরঙ্কুশ শব্দটি গঠিত হয়েছে যা সাধারণত কষ্টহীন বা সহজসাধ্য অর্থে ব্যবহৃত হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"নীল দর্পণ" নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন?

"মেহেদী হাসান" নামের অর্থ

Dr.MD.Mehedi Hasan