'নিরঙ্কুশ' শব্দটি কীভাবে এসেছে
আমরা বলি নিরঙ্কুশ বিজয়। এই 'নিরঙ্কুশ' শব্দটি কীভাবে এসেছে? কাঁশবন বা কাঁশ- এর বিস্তীর্ণ মাঠ। এমনটা দেখেছেন নিশ্চয়? তো এই কাঁশ যখন ছোট্ট(অর্থাৎ যখন মাটি থেকে প্রায় কয়েক ইঞ্চি উচু থাকে) থাকে তখন এর আগা সূঁচালো হয়- কাঁশকে এই অবস্থায় অঙ্কুশ বলে।এবং এসময় কাঁশবনে( বা ক্ষেত যাই বলুন) খালি পায়ে হাঁটা অত্যন্ত কষ্টকর, পায়ে সূঁচ ফুটানোর মতো ব্যথা লাগে।অঙ্কুশের পূর্বে 'নির' ( না বা নাই অর্থে)উপসর্গ যুক্ত হয়ে নিরঙ্কুশ শব্দটি গঠিত হয়েছে যা সাধারণত কষ্টহীন বা সহজসাধ্য অর্থে ব্যবহৃত হয়।