পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

করোনা ভাইরাস এবং কিছু সতর্কতা

ছবি
SARS-CoV-2, COVID-19 অথবা CORONA Virus যাই বলি না কেন এই মূহুর্তের সবচেয়ে বড় আতঙ্কের একটি নাম। যখন লিখতে বসেছি তখন সারা বিশ্ব মৃতের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার আর বাংলাদেশে ৪০০ ছাড়িয়েছে। আমরা হয়তো এতদিনে অনেককিছুই জেনে গেছি এই ভাইরাস সম্পর্কে। যারা জানি আমি আজ তাদের জন্য নয়, যারা এখনও জানি না তাদের জন্য লিখছি। ফেইসবুক মেসেজে অথবা ফোনে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে, নাক,মুখ,চোখ না হাত? হাত ধুয়ে কি হবে? হাতের মাধ্যমে কিভাবে ছড়ায় করোনা? আসুন এই বিষয়ে আমি সহজ বাংলা ভাষায় আপনাদের কিছু বলিঃ প্রথমত, নাক-মুখ-চোখের মাধ্যমে ছড়ায় করোনা। হাত বার বার ধোয়ার কথা বলা হচ্ছে। এর কারণ আপনারাই একবার ভেবে দেখুন তো নাক-মুখ-চোখে আজ সারাদিনে কতবার হাত দিয়েছেন? খাবার খাওয়া, চোখ চুলকানো, নাকে হাত দেওয়া এগুলা তো আমাদের নিত্যপ্রতিদিনের ব্যাপার। হাত ছাড়া তো অন্য কিছু দিয়ে একাজগুলো হয়না তাইনা? শুধু তাই নয় যে কোন কাজ করতে গেলেই হাত লাগবেই। তাই কোথায় থেকে কিভাবে হাতে ভাইরাস আসবে আমরা তা নিজেরাও জানব না। তাই হাত আগে ধুতে হবে। এখন আসি সাবান দিয়ে কেন? যে ভাইরাসের কথা বলছি মানে করোনা ভাইরাস, এর যে কাভারিংটা আছে (ক...