আক্কেলপুর রেলওয়ে স্টেশন
নিজ এলাকা আক্কেলপুরের পরিচয় দিতে গিয়ে দেখেছি 'আক্কেলপুর' বলে যে একটা উপজেলা আছে অনেকে তা জানেই না। অনেককে জয়পুরহাট বলে চিনিয়ে দিতে হয় আবার অনেককে তো বলতে হয় বগুড়া(জয়পুরহাট)। কিন্তু অবাক হয়েছি যখন অনেককেই বলতে দেখেছি সান্তাহার, তিলকপুর, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, হিলি এই নামগুলি একটার পর একটা বলতে। তারা আক্কেলপুরে কখনোই আসেননি কিন্তু আক্কেলপুর রেলস্টেশনটি চেনেন। শুনে তখন খুব ভাল লাগে রেলপথের বদৌলতে 'আক্কেলপুর' তারা মনে রেখেছেন।
অনেকে হয়ত জানেনই না আমাদের আক্কেলপুর রেলস্টেশনটি কতদিন আগের। যারা জানেননা তাদের উদ্দেশ্যে লিখছিঃ
(Collected)
Hlw Vai Amar bari Mithapur.
উত্তরমুছুন