আজ ১৪ মার্চ। ইতিহাসের সবচেয়ে রহস্যময় একটি দিন। কারণ এই দিন একজন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল এবং এই দিনই এক মহান বিজ্ঞানী স্টিফেন হকিং এর মৃত্যু হয়েছিল। এই ১৪ মার্চ ১:৫৯ মিনিটকে π ডে মানা হয় আর π এর মান approximately equal to 3.14159 । এখন আমরা বলতে পারি মার্চ হচ্ছে বছরের 3rd Month, Date 14 আর Time 159 যা দাঁড়ায় 3.14159 ।