পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আক্কেলপুর রেলওয়ে স্টেশন

ছবি
নিজ এলাকা  আক্কেলপুরের  পরিচয় দিতে গিয়ে দেখেছি ' আক্কেলপুর ' বলে যে একটা উপজেলা আছে অনেকে তা জানেই না। অনেককে জয়পুরহাট বলে চিনিয়ে দিতে হয় আবার অনেককে তো বলতে হয় বগুড়া(জয়পুরহাট)। কিন্তু অবাক হয়েছি যখন অনেককেই বলতে দেখেছি সান্তাহার, তিলকপুর,  আক্কেলপুর , জয়পুরহাট, পাঁচবিবি, হিলি এই নামগুলি একটার পর একটা বলতে। তারা আক্কেলপুরে কখনোই আসেননি কিন্তু  আক্কেলপুর রেলস্টেশন টি চেনেন। শুনে তখন খুব ভাল লাগে রেলপথের বদৌলতে ' আক্কেলপুর ' তারা মনে রেখেছেন। অনেকে হয়ত জানেনই না আমাদের  আক্কেলপুর রেলস্টেশন টি কতদিন আগের। যারা জানেননা তাদের উদ্দেশ্যে লিখছিঃ ব্রিটিস শাসনামলে  ১৮৮৪  সালের দিকে কলকাতা থেকে জলপাইগুরি পর্যন্ত (প্রায় ২৯৬ মাইল) একটি রেলপথ স্থাপন করা হয়। উঠানামার সুবিধার জন্য সেসময় ৫/৭ মাইল দূরে একটি করে রেলস্টেশন বসানো হয়। সান্তাহার, তিলকপুর, জাফরপুর,  আক্কেলপুর , জামালগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি, বাগজানা, হিলি রেলস্টেশনগুলি ঠিক সেসময়েরই। (Collected)